রোববার থেকে খুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ , ২৫ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে
বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে দক্ষিণাঞ্চল শ্রমিক ফেডারেশন। শনিবার দুপুরে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাস আরোহী প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে গত বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
আর এই রায়ের প্রতিবাদেই দক্ষিণাঞ্চলে ধর্মঘটের ডাক দিলো পরিবহন শ্রমিকরা।
আপনার মন্তব্য লিখুন