পারভীন আক্তারকে জেলা প্রশাসন ও শিশু একাডেমির সম্মাননা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ণ , ১৩ অক্টোবর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
স্টাফ রিপোর্টার:ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া শিশু একাডেমী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পারভীন আক্তারকে জেলা প্রশাসন ও শিশু একাডেমির সম্মাননা:প্রদান করা হয়।
গভ. মডেল গার্লস হাই স্কুলে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কন্যা শিশু সমাবেশ, রেলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব তাহমিনা আক্তার। সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মাহফুজা আখতার। গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়ার সাবেক প্রধান শিক্ষক জনাব পারভীন আক্তারকে জেলার একজন প্রতিষ্ঠিত মহিলা ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভ. মডেল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আবদুল লতিফ। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক জনাব লক্ষ্মী রানী বণিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পা মিত্র ভৌমিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি আল আমিন।































আপনার মন্তব্য লিখুন