৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ , ১১ অক্টোবর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এসময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুরের শিকার হয়। আজ শুক্রবার উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজারের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহম্পতিবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দূর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মাঝে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতেই উভয় পক্ষের লোকজন সংঘর্ষে নেমে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই দফা চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুরের শিকার হয়। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনেন। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরবর্তি সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন