ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। তারা হলের নোয়াগাঁও গ্রামের মোঃ সাদ্দাম হোসেনের ছেলে মোঃ শরীফ (৭) এবং মেয়ে শিফা (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে শরীফ ও শিফার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিবেশীরা দুই শিশুকেই বাড়ির পাশের পুকুরের পানিতে অচেতন অবস্থায় ভাসতে দেখে। তাদের দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।































আপনার মন্তব্য লিখুন