৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে মহা সপ্তমী পূজা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে মহা সপ্তমীর পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে দেবী দুর্গার নবরূপের আরাধনার মধ্য দিয়ে নবপত্রিকা পূজা অনুষ্ঠিত হয়। সে সাথে কলাবউ স্নান করিয়ে দেবী দুর্গার পাশে প্রতিষ্ঠিত করা হয়। এ সময় শঙ্খধ্বনির সাথে ঢাক ঢোল আর কাঁসার তাল আর উলুধ্বনিতে প্রতিটি পূজা মণ্ডপ মুখরিত হয়ে ওঠে। এদিকে মহা সপ্তমী উপলক্ষে ভক্তবৃন্দরা উপবাস রেখে দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন। এ সময় তারা অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উদয়সহ দেশ, জাতি ও সমগ্র বিশ্বের কল্যাণ কামনায় প্রার্থনা করেন।

প্রসঙ্গত, এবছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় ৫৮০ টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। বৃহৎ উৎসবকে আনন্দঘন ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার, র‍্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন