কারিতাসের উদ্যোগে বিশুদ্ধ পানীয় জলের সংকট নিরসনের দাবীতে এ্যাডভোকেসী সেমিনার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
হালুয়াঘাট প্রতিনিধি: কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের হালুয়াঘাট উপজেলায় বাস্তবায়নাধীন সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী ( CMLRP-II) প্রকল্পের উদ্যোগে হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত এলাকার গ্রামসমূহের জনগণের জলবায়ু পরিবর্তন জনিত কারণে সৃষ্ট পানীয় জলের সংকট নিরসনের লক্ষ্যে এ্যাডভোকেসী সেমিনার ও প্রকল্পভূক্ত প্রান্তিক জনগণের মাঝে জীবিকা উন্নয়নের জন্য সহ-বিনিয়োগ সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়। প্রকল্পের মনিটরিং কমিটির সভাপতি পাঃ নিবেশ রিছিলেএর সভাপতিত্বে মাননীয় উপজেলার নির্বাহী অফিসারের পক্ষে প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করেন জনাব জান্নাত, সহকারী কমিশনার(ভূমি), বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করেন কৃষিবিদ জনাব মো: মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, হালুয়াঘাট, জনাব জহিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা, জনাব মোঃ অহিদুল ইসলাম, সভাপতি, হালুয়াঘাট উপজেলা প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থা, জনাব মোঃ ওমর ফারুখ সুমন, ব্যুরো চিফ ময়মনসিংহ, আনন্দ টিভি। এ্যাডভোকেসী সভায় সভাপতি প্রত্যন্ত এলাকার খরা মৌসুমে পানীয় জলের হাহাকারের বিষয়টি তুলে ধরেন । বিশেষ অতিথির বক্তব্যে কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব মোঃ মাহবুবুর রহমান এলাকায় সেচের পানি সংকটের কথা তুলে ধরেন। তিনি পাহাড়ী নদীর পানি সেচ কাজে ব্যবহার করার সুবিধার কথা তুলে ধরেন। এজন্য কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার জন্য আশ্বাস দেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার জনাব জহিরুল ইসলাম বলেন, আজকের এই সভার মাধ্যমে সীমান্ত এলাকার প্রান্তি মানুষের কষ্টের কথা জানতে পেরেছি। আগামী বাজেটে নতুন বরাদ্ধ আসলে কারিতাস এর সহযোগিতা নিয়ে প্রান্তি মানুষের কাছে এই সেবা পৌছে দিব। প্রধান অতিথির বক্তব্যে জনাব জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) জানান, কারিতাস এর এই সিএমএলআরপি প্রকল্পের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রান্তি মানুষের জীবিকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তা প্রশংসার দাবি রাখে। তিনি পানীয় জলের সংকট সমাধাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে সহভাগিতা করবেন বলে জানান। হালুয়াঘাট উপজেলা প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি পরিবারে প্রতিবন্ধী ভাই-বোনদেরকে সমানভাবে মর্যাদা দেয়ার জন্য অনুরোধ করেন। আলোচনা সভার পরে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রান্তিক জনগণের একশত ত্রিশ জনকে বিভিন্ন কৃষি, অকৃষি ও আদিবাসীদে লোকায়িত জ্ঞান ও তথ্য কেন্দ্রের জন্য মোট ছয় লক্ষ সত্ত্বর হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।































আপনার মন্তব্য লিখুন