কসবায় অটোচালককে হত্যা চেষ্টা বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
স্টাফ রিপোটার: মোবারক হোসেন চৌধুরী নাছির।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের রাউৎহাট বাজার এলাকায় অটোচালক নূরে আলম (২৮) হত্যাচেষ্টা ও ছিনতাই এর ঘটনায় কসবা থানা প্রেসক্লাবে বেলা ৪ ঘটিকায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং এ ঘটনায় তার বোন নুর জাহান নামে এক নারী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নূরে আলম প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে মুছলেম মিয়া, জালাল মিয়া, আলী মিয়া ও তাদের সহযোগী ৭-৮ জন সন্ত্রাসী পথরুদ্ধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে নূরে আলমের সারা শরীরে গুরুতর জখম হয়। পরে তাকে ছিনতাইকারীরা কচুরি পানা ভর্তি জলাশয়ে ফেলে দেয়।
এ সময় সন্ত্রাসীরা তার অটোরিকশা (মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা), বিদেশি ব্র্যান্ডের একটি মোবাইল ফোন (মূল্য ২৪ হাজার টাকা) ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায়।
স্থানীয়রা নূরে আলমকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।
অভিযোগে বাদী নুর জাহান উল্লেখ করেন, বিবাদীরা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে। তিনি তার পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ আদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।































আপনার মন্তব্য লিখুন