আদিবাসীদের ভূমি সমস্যার সমাধান ও সচেতনতা বৃদ্ধিতে কারিতাস এর মোবাইল ল্যান্ড ক্লিনিক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ , ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
হালুয়াঘাট প্রতিনিধি: গারো সম্প্রদায়ের দরিদ্র ও প্রান্তিক জনগণের ভূমি সমস্যার সমাধান করা ও ভূমি সংরক্ষণে অধিকতর সচেতন করার লক্ষ্যে এবং ভূমি অফিসের কর্মকর্তার সাথে প্রান্তিক মানুষের মাঝে একটা নিবিড় সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে হালুয়াঘাট উপজেলার ৫নং গাজিরভিটা ইউনিয়নে কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল এর সার্বিক সহায়তায় সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (CMLRP-II) প্রকল্পের উদ্যোগে দক্ষিণ নলকুড়া গ্রামে মিহিরা দাংগ এর বাড়ীর উঠানে গ্রামীণ পরিবেশে মোবাইল ল্যান্ড ক্লিনিক এর আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বিথী পাথাং এর সঞ্চালনায় CMLRP-II প্রকল্পের প্রকল্প মনিটিরিং কমিটির পিএমসি’র সভাপতি জনাব নিবেশ রিছিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব জন্নাত, বিশেষ অতিথি হিসাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন জনাব হেরিশন পাথাং। অনুষ্ঠানের শুরুতে গারো সম্প্রদায়ের সংস্কৃতি অনুসারে প্রধান অতিথি জনাব জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে উষ্ণ অভর্থনা জানানো হয়। মোবাইল ল্যান্ড ক্লিনিকের মাধ্যমেগোরো সম্প্রদায়ের প্রায় ১৫ জন নারী-পুরুষ বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন। এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে জনাব জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) প্রত্যন্ত এলাকায় এমন ব্যতিক্রম ধরণের জনকল্যান ও বাস্তবসম্মত একটি ইভেন্ট আয়োজনের জন্য কারিতাসকে ধন্যবাদ জানান। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতিনিধি জনাব হ্যারিসন পাথাং জানান যে, এলাকায় প্রতিবন্ধীরাও বসবাস করেন। এই বৃহৎ সংখ্যক মানুষকে বাহিরে রেখে উন্নয়ন কল্পনা করা সম্ভব নয়। প্রতিটি উন্নয়নে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। সভাপতি জনাব নিবেশ রিছিল পরিদ্র ও প্রান্তিক মানুষের দোড়গোড়ায় ভূমি অফিসের সেবা পৌঁছেদেয়ার জন্য কারিতাস বাংলাদেশকে ধন্যবাদ এবং প্রান্তিক মানুষের নাগালে এসে মানুষের সেবা দানের জন্য মাননীয় সহকারী কমিশনার (ভূমি) জনাব জান্নাত মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।































আপনার মন্তব্য লিখুন