ব্রাহ্মণবাড়িয়া‘ রাজনীতিতে নারীর নেতৃত্ব’ শীর্ষক সম্মেলন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ , ১০ নভেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)চট্টগ্রাম বিভাগের রাজনীতিতে সাংগঠনিক ক্ষেত্রে ও নেতৃত্বে নারীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে‘ ইলেকশনে নারীর নেতৃত্ব’ শিরোনামে শুক্রবার (১০নভেম্বর)অনুষ্ঠিত সম্মেলনে নারীদের নিজ অবস্থান থেকে এগিয়ে আসা,দক্ষতা বৃদ্ধি,অধিকার আদায়ের বিষয়গুলো প্রাধান্য দিয়েছেন।ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইল বিশ্বরোড় লাল শালুক হোটেলের হল সেন্টারে এ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল-আশুগঞ্জ উপজেলার আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই সম্মেলনের আয়োজন করে।নাগরিক সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নারীরা আর অবহেলিত না।নারীকে প্রথমে মানুষ হিসেবে দেখতে হবে। রাজনীতিতে নারী নেতৃত্ব আরও উৎসাহিত করতে হবে। দেশের প্রধানমন্ত্রী নারী উল্লেখ করে বক্তারা বলেন সংসদে বিরোধী দলীয় নেত্রী ও নারী। এমন অনেকই রয়েছেন জাতীয় সংসদে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিতে নারীকে অবহেলার সংস্কৃতি ভাঙতে হবে। নারীদেরকেই এগিয়ে আসতে হবে। রাজনীতিতে নারী নেতৃত্বে পুরুষদেরও ভূমিকা থাকবে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া -৩১২ নারী সংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) এমপি,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া, চুন্টা ইউপি আওয়ামী লীগের সভাপতি শেখ মো.হাবিবুর রহমান, অরুয়াইল ইউপি আওয়ামী লীগের সভাপতি মো.আবু তালেব মিয়া,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন।আরও উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার আবুল বাশার, ইলেকটোরাল প্রোগ্রাম এসিসট্যানট শামীমা। পরে এ সময় একি স্হানে। সিস ফাউন্ডেশনের আয়োজনে”শিক্ষিত সমাজ গঠন পরিবেশ রক্ষায় বিশেষ আলোচনা সভায়। প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি।
আপনার মন্তব্য লিখুন