অস্ট্রেলিয়া ৮ রানের জন্য পারলো না ভারতের বিশ্ব রেকর্ড ভাঙতে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ , ২৬ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ডেস্ক রিপোর্ট:বিশ্বকাপের লড়াইয়ে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারল না নেদারল্যান্ডস। ৩০৯ রানে ম্যাচ জিতে এক দিনের বিশ্বকাপে নতুন নজির গড়লেন কামিন্সেরা। নিজেদের রেকর্ডকে আরও উন্নত করলেন তাঁরা।
নেদারল্যান্ডসকে রেকর্ড রানের ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া শতরানের সুবাদে অস্ট্রেলিয়া তুলেছিল ৮ উইকেটে ৩৯৯ রান। জবাবে নেদারল্যান্ডসের ইনিংস শেষ হল ২১ ওভারে ৯০ রানে। অস্ট্রেলিয়া জিতল ৩০৯ রানে। এক দিনের ক্রিকেটে রানের ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড রয়েছে ভারতের। ৮ রানের জন্য বেঁচে গেল রোহিত শর্মার দলের সেই নজির।
একদিনের ক্রিকেটে সব থেকে বড় ব্যবধানে (রানের নিরিখে) জয়ের রেকর্ড ভারতের। গত ১৫ জানুয়ারি তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কাকে রোহিতেরা হারিয়েছিলেন ৩১৭ রানে। ভারতের ৫ উইকেটে ৩৯০ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়েছিল ৭৩ রানে। তবে এক দিনের বিশ্বকাপে এটাই সব থেকে বেশি রানে জয়ের নজির। আগের রেকর্ডটিও ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ সালের বিশ্বকাপে আফগানিস্তানকে অস্ট্রেলিয়া হারিয়েছিল ২৭৫ রানে।
আপনার মন্তব্য লিখুন