সরাইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় উপজেলা চত্ত্বরে র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন, স্বাগত বক্তৃতা রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.সুমন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা মৎস কর্মকর্তা মো. মুকসুদুর রহমান,উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. ইসমত আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো.মাহফুজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী ইকবাল হোসেনপ্রমূখ। বক্তারা বলেন,তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর তথ্য দিলে। কাজে বেশী সচ্ছতা, জবাবাদিহিতা নিশ্চিত করা যাবে উন্নয়নও তত বেশী ত্বরান্বিত হবে। তথ্য অধিকার আইন বাস্তবায়নে প্রচার প্রচারনা চালাতে হবে। জনগণকে সচেতন ও তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে।
আপনার মন্তব্য লিখুন