কুর্মিল্লা ভিক্টোরিয়ার্সে ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
নিজস্ব প্রতিবেদক:কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগামী বিপিএলকে সামনে রেখে তারার মেলা বসাচ্ছে। তাওহীদ হৃদয়, সুনিল নারিন, আন্দ্রে রাসেল ও রশিদ খানদের পর এবার মারকুটে ব্যাটসম্যান জনসন চার্লসকে দলে ভেড়াল তারা।
সংক্ষিপ্ত ফরম্যাটে জনসন চার্লস মারকুটে ওপেনার হিসেবে পরিচিত, স্ট্রাইকরেট ১২৯.৩২। মাত্র ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও এই ফরম্যাটে একটি সেঞ্চুরি আছে তার।
গত আসরেও কুমিল্লার হয়ে খেলেছিলেন চার্লস। ৯ ম্যাচে ৩০৮ রান করতে তিনি ব্যাট করেন ১৪৫.৯৭ স্ট্রাইকরেটে। ওই আসরে একটি সেঞ্চুরিও করেন তিনি। আবারও তাকে দলে নিল বর্তমান চ্যাম্পিয়নরা।
আপনার মন্তব্য লিখুন