২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকার প্রার্থী হতে চান প্রকৌশলী পলাশ।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ , ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)সন্ত্রাসী, চাঁদাবাজ ও প্রতারক কোন ব্যক্তিকে নয়, ক্লিন ইমেজের ব্যক্তিকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ। তিনি কালিকচ্ছ ইউপি আওয়ামীলীগের নির্বাহী কার্যকরী সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সিনিয়র সহ- সভাপতি ও মানবিক সরাইল জে,বি প্রতিষ্ঠাতা ও সভাপতি দ্বাদশ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলন করেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে।সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. নুরুল হুদার সভাপতিত্ব সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিনের সঞ্চালনায়।ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ), আসন্ন দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রার্থীতা ঘোষণা করে তিনি বলেন, ১৯৯৫ সালের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে অংশগ্রহন করে কারাবণ করি। এক এগারো এর সময় আমি আন্দোলন অংশগ্রহণ করার জন্য পরপর তিনবার বাংলাদেশে আসিএবং জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে প্রবাসে থেকে সক্রিয় ভূমিকা রাখি।এবং বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে মানবিক সরাইল জে.বি নামে একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করি।সেই সংগঠনের মাধ্যমে শ্রমজীবি কর্মহীন,গরীব- অসহায় মানুষেদের নগদ অর্থ বিতরণ করি। করোনাকালীন সময়ে সরাইল কালিকচ্ছ অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করে আক্রান্ত রোগীর সেবা ও তাদের পাশে দাড়িয়েছি। প্রকৌশলী পলাশ বলেন, এ বছর ২৭ জুলাই ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করি। যা মহান স্বাধীনতার পর সরাইলের ইতিহাসে ইতিপূর্বে আর কখনো হয়নি। এছাড়া একই অনুষ্ঠানে বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ ৯ জন বিশিষ্ঠ ব্যক্তিকেও সম্মানন স্মারক প্রদান করি। এদিকে মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি কার্যক্রম চলমান আছে। মহান স্বাধীনতার পর থেকে অদ্যবধি পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ আমাদের পরিবারের পক্ষ থেকে দল, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে কাজ করে যাচ্ছি।প্রকৌশলী পলাশ আরো বলেন, আমার বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু প্রয়াত জহুর আহমেদ চৌধুরী সেকেন্ড ইন কমান্ড ইষ্ঠার্ন, কমান্ড কাউন্সিলের প্রধান ছিলেন, আমি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার সন্তান। সেই ধারাবাহিকতায় সরাইল উপজেলা একই সঙ্গে সর্বপ্রথম ৩৭ জন মুক্তিযোদ্ধাকে প্রকৃত আওয়ামী লীগ নেতাদের সহযোগীতায়ও বিভিন্ন প্রতিকূলতার পরিবেশ প্রতিহত করে তা সম্পূর্ণ করি। তাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আপার নিকট বিনীত অনুরোধ আমার,হাইব্রিড,প্রতিবন্ধী, বৃদ্ধ, অসুস্থ, খুনি, চাঁদাবাজ ও সন্ত্রাসী, মৌলবাদ আওয়ামী নেতাদের,। কোন আওয়ামী লীগ নেতাকে যেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ )থেকে নৌকার মনোনয়ন না দেন।আজকে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।বাংলার অভিসংবাদিত নেতা। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। আজ আমি স্বাগত জানাচ্ছি সরাইল- আশুগঞ্জ বাসীকে। আমি স্বাগত জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুজিব আদর্শের সকল ভাই-বোনদের। তাই উদার্থ কণ্ঠে ঘোষণা করছি।মুজিব সৈনিক হিসেবে বঙ্গবন্ধুর শেষ স্বপ্ন বাংলাদেশকে ক্ষুধামুক্ত ও দারিদ্র্য বিমোচনগড়ে তোলা। এবং আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা নিপীড়িত নিগৃহীত, নির্যাতিত, বিপদগ্রস্ত, অসহায় দারিদ্র্য মানুষদের কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করছি। তিনি বলেন, আমার ইচ্ছা গ্রামকে নগরে পরিণত গড়তে। কর্ম সংস্থানের বিকল্প নেই।আমি সেই লক্ষ্যে সরাইল – আশুগঞ্জে বিদেশি বিনিয়োগের মাধ্যমে। কলকারখানা স্থাপন করে বেকার মুক্ত এলাকা গড়তে চাই। পরিশেষে প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) বলেন, আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপা যাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেন তার জন্য পূর্বের মতো এখনো কাজ করব ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন