২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ , ৩০ জুলাই ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়ালি উদ্বোধন করেন। এসময় তিনি দেশে একযোগে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন। ৩০ জুলাই রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পঞ্চম পর্যায়ে।সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো.নোমান মিয়া,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া,উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.নাজমুল হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.ইসমত আলী,বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুর রাশেদ,শাহী জামে মসজিদের পেশ ঈমাম মাও. আমান উল্লাহ,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.কায়কোবাদ, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.মুনির হোসেন, আওয়ামীলীগ নেতা মো.মাহফুজ আলী, আলোচনা সভা সঞ্চালনা করেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.সুমন মিয়া প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী,রাজনৈতিক, শিক্ষকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান,অত্যাধুনিক ডিজাইনের দৃষ্টিনন্দন রুপে এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো নির্মাণ করা হয়েছে। এসব মসজিদগুলোতে থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা। এতে থাকছে ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্স পাঠাগার, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কোরআন হাফেজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা,হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ,গণশিক্ষা কেন্দ্র ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স, নামাজ কক্ষ, কনফারেন্স রুম, ওযুখানা, টয়লেট, উপ-পরিচালকের কক্ষ, হিসাব কক্ষ। পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক নামাজ কক্ষ, মক্তব কক্ষ,ইসলামিক রিসার্চ সেন্টার, ইমাম, মুয়াজ্জিন,খাদেম, শিক্ষক ও সাধারণ কর্মচারীদের কক্ষ, অতিথি কক্ষ। এছাড়াও মেহেরাব, সিঁড়ি ও একটি সুউচ্চ দৃষ্টিনন্দন মিনার।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন