২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

জামালগঞ্জে শ্রমিক নেতা সেলিম সরকারের উন্নয়ন প্রচার করা আমার মূল লক্ষ্য

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ , ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগ সভাপতি সেলিম আহমদ বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশ ব্যাপী শান্তি সমাবেশ ও প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে শান্তি সমাবেশ করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। তারই ধারা বাহিকতায় সুনামগঞ্জ জেলার ১ আসনে (তাহিরপুর-ধর্মপাশা- মধ্যনগর ও জামালগঞ্জ) আমি শান্তি সমাবেশ ও সরকারের উন্নয়ন প্রচার করছি। দলে দলে মিছিলে, মিছিলে মিলিত হয়ে আপনারা আজকের সমাবেশ সফল করেছেন। জনগনের হাতে প্রধানমন্ত্রীর উন্নয়নের চিত্র লিফলেট বিতরণ করছি সুনামগঞ্জ ১ আসনের গ্রামে-গঞ্জে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে পূণরায় ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, দেশকে এগিয়ে নিতে হলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন তারই সুযোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে যেভাবে উন্নয়ন হচ্ছে তা কুচক্রী মহল মেনে নিতে পারছে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, আগামীতে তা অব্যাহত রাখার স্বার্থে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সুনামগঞ্জ ১ আসনে সঠিক ব্যাক্তিকেই নৌকার মনোনয়ন দেওয়া হবে। সাধারণ মানুষের কাছে তিনি উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সাচনা বাজারের ঐতিহাসিক বটতলায় নৌকার পক্ষে বক্তব্য দিয়ে হাওড় অঞ্চলের মানুষকে সংঘটিত করেছিলেন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজরীত ঐতিহাসিক সাচনা বাজারের আজকের শান্তি সমাবেশ প্রমাণ করে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল করে দেশকে এগিয়ে নিয়েছেন। আমি উপমহাদেশের সর্ব বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নিবেদিত কর্মী ছিলাম। জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমার জীবন যৌবনকে উৎসর্গ করেছি। সরকারের উন্নয়ন প্রচার করা আমার মূল লক্ষ্য। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে নিয়ে কাজ করা আমার নেশা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর আয়োজনে ঐতিহাসিক সাচনা বাজারে শান্তি সমাবেশ ও সরকারের উন্নয়ন প্রচারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সফর আলী তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী, সহ সভাপতি মারফত আলী, সাধারণ সম্পাদক নূরুল আমিন প্রমূখ।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন