প্রবাসী স্বামীর দ্বিতীয় বিয়ে, স্বীকৃতি পেতে ১ম স্ত্রীর অনশন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ , ৩ জুন ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি কব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা স্ত্রীর স্বীকৃতি পেতে রুবেল মুন্সি নামে এক যুবকের বাড়িতে অনশন করছেন এক তরুণী।
শ্রুত্রবার বেলা ১১টা থেকে কসবা কুটি ইউনিয়ন রানীয়ারা এলাকার রুবেল মুন্সি বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন ওই তরুণী। স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুণী।
শ্রুত্রবার সন্ধ্যা পর্যন্ত ওই তরুণী সেখানেই অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
রুবেল মুন্সি কসবা উপজেলা কুটি ইউনিয়ন রানীয়ারা এলাকার ছেলে।
অনশনকারী ওই তরুণী বলেন, ছয় বছর আগে লেবানন তার সঙ্গে আমার পরিচয় হয়। একপর্যায়ে তার সঙ্গে রুবেল প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে আমাকে ঘুরতে নিয়ে যান রুবেল । এক পর্যায়ে সে আমাকে তার প্রবাস জীবনে বিয়ে করে দীর্ঘ দিন সংসার করেন।
দেশে ফিরে বড় আয়োজন করে দুজন বিয়ের অনুষ্ঠান করবেন, রুবেল এমন প্রতিশ্রুতিতে লেবানন বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন হাজেরা । প্রায় কয়েক বছর একই বাসায় তারা থাকতেন। এ সময় হাজেরা আয়কৃত সব অর্থ রুবেল নিজ অ্যাকাউন্টে রাখতেন।
তিনি আরও বলেন, এরপর হঠাৎ আমাকে বলে দেশে গিয়ে ঘর তুলে সে আমাকে তার নিজ বাড়ীতে তুলবে ততদিন আমি প্রবাসে থাকতে। ঘর বাড়ী করার জন্য, বিভিন্ন সময় নানা ধরনের অজুহাত দেখিয়া দেশে এবং বিদেশ থাকা অবস্থা আমার থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সর্বশেষ সে আমাকে লেবালন থেকে দেশে এনে তার পরিবারে পরিজনদের ভয়ে ঘরে তুলছে না, আমি এখানে এসে জানতে পারি বিদেশে থেকে এসে দ্বিতীয় বিয়ে করেছেন। আমি আসার পর সামাজিক ভাবে বিষয়টি নিয়ে কয়েকবার বসে কোন সমাধান হয়নি। এখন আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন রুবেল । তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে রুবেল বাড়িতে অনশন করছি; কিন্তু রুবেল পরিবার আমার সঙ্গে খারাপ আচরণ করছেন।
বিষয়টি এখন এলাকার অনেকেই জানে। আমার আর কোথাও ফিরে যাওয়ার পথ নেই। রুবেল স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই বলে জানান ওই তরুণী।
তবে বিয়ের ও প্রেমের সম্পর্ক জানতে রুবেলের মোবাইলে যোগাযোগ করলে মোবাইল বন্ধ দেখায়, এই বিষয়ে তার মায়ের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন । বর্তমানে আমার ছেলের বউ সন্তান আছে।
আপনার মন্তব্য লিখুন