দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া) ম্যুরাল উদ্বোধ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ , ২ জুন ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
মো: তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া সরাইলের দেওয়ান পরিবারে জন্ম নেয়া এ বীর পুরূষ ছিলেন জনতার নেতা। তিনি ছিলেন ৫৪ সালের নির্বাচিত প্রাদেশিক সদস্য। ৭১’র মহান মুক্তিযুদ্ধে বিশ্বজনমতকে পক্ষে আনার জন্য হাঙ্গেরীর আন্তর্জাতিক শান্তি সম্মেলনে বক্তব্য দিয়ে সারা বিশ্বকে অবাক করেছিলেন। ন্যাপের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আদমজী জুটমিলের শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বঙ্গবন্ধুর সাহচার্যে থেকে রাজনীতি করেছেন। লড়াই করেছেন গণতন্ত্রের জন্য। কারণ তিনি সকল শ্রেণি পেশার মানুষের আপনজন। নি:স্বার্থ এ রাজনৈতিক নেতাকে মানুষ ভালবাসতেন মনে প্রাণে। ৭১’র ৪ জুন শান্তি সম্মেলন থেকে ফেরার পথে দিল্লী বিমানবন্দরে উনার আকস্মিক মৃত্যু কাঁদিয়েছে জাতিকে।সরাইলের কৃতী সন্তান, বিশিষ্ট আইনজীবী দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া)ম্যুরালের শুভ উদ্বোধন ও দোয়া করা হয়েছে। মহান স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী দেওয়ান কুতুব মিয়ার ম্যুরালের শুভ উদ্বোধন করেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর,(২ জুন) বাদ জুম্মা সরাইল সদর ইউনিয়ন চত্বরের পশ্চিম পাশে এ ম্যুরালের উদ্বোধনে মোনাজাত পরিচালনা করেন, উপজেলা জামে মসজিদের পেশ ঈমান মাওলানা আমান উল্লাহ।মাও. আবুল বাশার সরাইলী। আওয়ামী লীগ নেতা মাহফুজ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী,এ সময় উপস্থিত ছিলেন,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল পাইলট বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন,সাংবাদিক মো. আইয়ুব খান, সরাইল সদর সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. জহিরুল ইসলাম মন মিয়া, মো. রুবেল ঠাকুর,ন্যাপ নেতা আব্দুল জাব্বার,উপজেলা যুবলীগ নেতা মো.সিজার ও মো.হাফিজুল ইসলাম।
আপনার মন্তব্য লিখুন