২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ , ২৯ মে ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে

এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন এর সার্বিক নির্দেশনায়, এসআই পংকজ দাশ ও এএসআই দিলীপ কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ সহায়তায় সরাইল থানাধীন ৫নং বিট পানিশ্বর শাখাইতি এলাকায় দেশীয় অস্ত্র – শস্র উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্র পল- ৬৫টি, ছল-১৮টি, লাঠি-৪৬, বাশেঁর কঞ্চি-১৬টি, টেটা-০৫ টিসহ মোট-১৫০টি দেশীয় অস্ত্র উদ্ধার করেন।

অপরদিকে এসআই(নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন-২ সঙ্গীয় ফোর্সসহ সহায়তায় সরাইল থানাধীন ০৮নং বিট শাহজাদাপুর এলাকার দেওড়া গ্রাম হইতে পল-২০টি, রামদা-০৫,
ছল-১৫টি, লাঠি-১১টি, বাশেঁর কঞ্চি(মাথা সু্ঁচলা )- ৫০টিসহ মোট-১০১টি উদ্ধার করেন।

অন্য দিকে এসআই(নিঃ) নুরুল করিম, এএসআই(নিঃ) শামসুল আলম, এএসআই(নিঃ) মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্স সহ সহায়তায় সরাইল থানাধীন ০১নং বিট অরুয়াইল এলাকার রানীদিয়া গ্রাম হইতে পল-৩০টি, ছল-২০টি, চায়নিজ কুড়াল-০১টি, লাঠি-১০ মোট- ৬১টিসহ সর্বমোট উপজেলা সরাইল থানা এলাকায়-৩১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন জানান, এই উদ্ধার অভিযান অব্যাহত চলমান থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2023
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন