ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ , ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
এনই আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়ায় বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে ইকরাম এহমাদ (৩০) নামের জেলা ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে শহরের মুন্সেফপাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রেদোয়ান আনসারী রিমোর বাসায় এই ঘটনা ঘটে। নিহত ইকরাম মিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, ইকরাম মিয়া শহরের মুন্সেফপাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রেদোয়ান আনসারী রিমোর বাসায় আসা যাওয়া ছিল। আজ সন্ধ্যায় তার বাড়িতে মোটরসাইকেলের চাবি নিয়ে রিমোর মামাতো ভাই রায়হানের সাথে ইকরামের বাকবিতণ্ডা হয়৷ এরই জেরে রায়হান ছুরিকাঘাত করে ইকরামকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
তিনি আরও জানান, এই ঘটনায় রায়হানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
আপনার মন্তব্য লিখুন