২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

দিশেহারা আম জনতা পেঁয়াজের কেজি ৮০ টাকা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ , ২১ মে ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)দিশেহারা আম জনতা পেঁয়াজের কেজি ৮০ টাকা। চিনি ১৪০ টাকা।সাপ্তাহের ব্যবধানে সরাইল বাজার গুলোতে বেড়েছে পেঁয়াজের দাম, কেজিতে ২০ টাকা বেড়ে পেঁয়াজের দাম আবার ৮০ টাকায় উঠেছে। আজ সকালে সরাইল উপজেলা মোড়ে বাজার গুলো পেঁয়াজ ৮০ টাকা বিক্রি করতে দেখা যায়, শুধু তাই নয় এর সঙে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। তবে গরুর মাংস আজও ৭৫০ টাকা কেজি।শনিবার(২০ মে) সকালে সরাইল উপজেলা উচালিয়াপাড়া মোড়, বিকাল বাজার, শাহবাজপুর বাজার, কালিকচ্ছ বাজার, অরুয়াইল বাজার এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।সরাইল কাঁচাবাজারে সবজির দামের উত্তাপ কমছে না। দীর্ঘদিন ধরে চড়া সবজির বাজার। অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে ৬০ টাকার ওপরে। শনিবার প্রতি কেজি বেগুন ৬০, চিচিঙ্গা ৭০, টমেটো ৫০, বরবটি ৮০, পটল ৮০, লতি ৫০, ধুন্দল ৯০, ঢেঁড়শ ১০০, তিতা করলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও মিলছে না স্বস্তি। বাজারে প্রতি কেজি রুই ৩০০, কাতলা ৩০০ থেকে ৩২০, পাঙ্গাস ২২০, শিং ৫৫০, টেংরা ৩৫০, কই ৪০০ ও চিংড়ি ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা ৪০০, শিং ও ৫০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ২১৫ থেকে ২২০, কক ৩৪০ ও পাকিস্তানি লেয়ার ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ এবং খাসি ১১শ’ টাকায় বিক্রি হচ্ছে।সকালে বাজারে আসা দিলু মিয়া বলেন, এমন জিনিস নাই যে ২০ থেকে ৩০ বেশী দাম না বাড়ছে। তৈল এখন ১৯৫- ২০০ টাকা, আবার পেঁয়াজ এখন ৮০ টাকা করে বিক্রি করতেছে। আমরা সামান্য আয়ের মানুষ আর পারতেছিনা। সামান্য আয়ের মাঝে বাজার যেভাবে দাম ভাড়ছে মরা চাড়া আর উপায় নাই।বাজারে বেড়েছে ডিমের দাম। এসব বাজারে আগের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস কেজি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা। বাজারে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২১৫ থেকে ২২০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকা। সরাইল উচালিয়াপাড়া বাজারের মুরগি বিক্রেতা মো. জালাল বলেন, উৎপাদন কম থাকায় মুরগির দাম বেড়েছে।খামারিরা বলছেন, মুরগির খাবারের দাম কেজিতে ৭ টাকা করে বেড়েছে বলেই মুরগির দাম বাড়তি। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নামে যারা বাজারের অস্থিতিশীল সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে মাজার মনিটারিং করা হচ্ছে।বাজারে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2023
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন