২রা জুন, ২০২৩ ইং | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

মুরাদনগরে ৭২টি এতিমখানা ও মাদরাসায় ইউসুফ আবদুল্লাহ হারুন এমপির পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মুরাদনগর উপজেলার ৭২টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারো এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ) নিজস্ব তহবিল থেকে আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়।

শনিবার দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের সভাপতি আবু মুছা আল কবির চেয়ারম্যান, ধরানীপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল মমিন, রহিমপুর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আমির হোসেন, করিমপুর মাদরাসার নায়েবে মুহতামিম মুফতী মানসুর কবির।
দিলালপুর মাদরাসার মুহতামিম হাফেজ ওবায়েদ উল্লাহ’র উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য ভিপি জাকির হোসেন চেয়ারম্যান, উপজেলা কৃষকলীগের সভাপতি খন্দকার কামাল উদ্দিন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক আবদুল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন প্রমূখ। প্রায় ১২ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল ও খেজুর ইত্যাদি বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন