প্রায় ১৫ লক্ষ নিষিদ্ধ আতশবাঁজি সহ এক যুবক কে আটক করেছে র্যাব-৯
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ , ২৫ মার্চ ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশন থেকে ঢাকা গামী নোয়াখালী এক্সপ্রেস এর- মালবাহী বগির ভেতর থেকে চোরাচালানকৃত ১৪ লক্ষ ৭০ হাজার পিস নিষিদ্ধ আতশবাঁজি সহ এক যুবক কে আটক করেছে র্যাব-৯ এর সদস্যরা।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৯, হবিগঞ্জ ক্যাম্পের সিপিসি-১ এর লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিওিতে লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং এএসপি গোলাম মোহাম্মদ’র নেতৃত্বে র্যাব এর চৌকস একটি অভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে “নোয়াখালী এক্সপ্রেস” ট্রেনের মালবাহী বগির ভেতরে তল্লাশি চালিয়ে চোরাচালানকৃত নিষিদ্ধ আতশবাঁজি উদ্ধার করে। এসময় চোরা কারবারী মোঃ আব্দুর নূর (২৭) কে আটক করে। সে জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ এলাকার আবু কালাম মিয়ার ছেলে।
র্যাব-৯, হবিগঞ্জ ক্যাম্পের সিপিসি-১ এর লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, ট্রেনে করে ঢাকা নেয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে ১৪ লক্ষ ৭০ হাজার পিস আতশবাঁজি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২৬ লক্ষ ২৫ পচিঁশ হাজার টাকা। উদ্ধারকৃত আমদানী নিষিদ্ধ আতশবাঁজিসহ গ্রেফতারকৃত আসামীকে চোরাচালান আইনে মামলা দায়ের করার জন্য আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন