ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় নারী নিহত, আহত ৩
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ , ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় মর্জিনা বেগম (৪৮) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ সময় আরো তিনজন আহত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা এলাকায় দুর্ঘটনা ঘটে। তিনি জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর গ্রামের বাছির চৌধুরীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভাতশালা এলাকায় পৌঁছলে সিএনজি চালিত অটো রিক্সা ও ট্রাক্টরের সংঘর্ষে মর্জিনা বেগম নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। এতে ওই নারীর ছেলে ও দুই পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এ ভর্তি করা হয়েছে। এর মধ্যে তানিয়া আক্তার নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মন্তব্য লিখুন