ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২ পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ,আহত ৮
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ , ১৮ মার্চ ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 days আগে
নই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২ পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম আব্দুল হেকিম টাক্কা (৩২)। এ সময় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আব্দুর রহমানের ছেলে চুন্নু মিয়া (৩০), বাবুল মিয়ার স্ত্রী রুপসা বেগম (৪৫), মৃত কাজী সোনা মিয়ার ছেলে কাজী সিরাজ (৬২) ও তার ছেলে কাজী সালেক মিয়া (৩৭), ফয়জুল হক মিয়ার ছেলে মো. রনি মিয়া (৩২) ও সালেক মিয়া (৩৪), হান্নান মিয়ার ছেলে ফয়সাল মিয়া, আলিম মিয়ার ছেলে মো. সোহেল মিয়া।আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা। এরমধ্যে মাদক কারবারি আব্দুল হেকিম ওরফে টাক্কাকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। ।স্থানীয়রা জানান, উপজেলার উত্তর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম কল্যাণপুর মাদকের আখড়া হিসেবে পরিচিত। মাদক ব্যবসায় বাধা দেয়া নিয়ে নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান জানান, আব্দুল হেকিম টাক্কা একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরোধিতা করায় স্থানীয় এক যুবকের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বিকেলে স্থানীয়দের সঙ্গে তার সংঘর্ষের ঘটনা ঘটে।
আখাউড়া থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশাদুল ইসলাম চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আব্দুল হেকিম টাক্কার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য লিখুন