সরাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ , ১৭ মার্চ ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 days আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)তুমি জন্মেছিলে বলে জন্মেছিল এই দেশ,মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ’। আজ ১৭ই মার্চ ২০২৩ শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস। দিবসটির তাৎপর্য তুলে ধরে সরাইল উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ আলোচনা সভা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বঙ্গবন্ধুর জীবনী রচনা প্রতিযোগিতা,শিশুদের গান,কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি।উপস্থিত বক্তারা আলোচনা সভায় বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জাতির পিতার জীবনী ও তার দেশ প্রেমে সবাইকে উজ্জীবিত হয়ে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য শিশুদের শিক্ষাঙ্গনে আন্তÍরিক হতে হবে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নাজমুল হোসেন, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশেদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনােয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান, সবাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জান্নাত বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, সরাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কায়কোবাদ, সাধারণ সম্পাদক মো.বিল্লাল মিয়া,এসময় উপজেলার কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের আয়োজন করেন।
আপনার মন্তব্য লিখুন