জামালগঞ্জে মানসম্মত মাধ্যমিক শিক্ষা নিয়ে মতবিনিময় সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ , ১৭ মার্চ ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 days আগে
মো. শাহীন আলম সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছেন। শিক্ষার বিপ্লব ঘটানোর জন্য কাজ করছে সরকার। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জীবন যাত্রার মান খুবই সাদাসিধা। নৈতিকতার সাথে জীবন চালানোয় আপনারা অব্যস্থ। নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা আপনারা পালন করেন। শিক্ষকরা শুধু বিনয়ী নন, মানুষ গড়ার কারিগর। আমি আপনাদের কথা সংসদে তুলে ধরবো। শিক্ষাকে গতিশীল করতে হলে আলাদা শিক্ষা কমিশন দরকার। নতুন নতুন কৌশল বের করে শিক্ষা কমিশন এর মাধ্যমে শিক্ষায় বিপ্লব ঘটানো হবে।
আজ ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জামালগঞ্জ সকল মাধ্যমিক স্কুলের মানসম্মত শিক্ষা অর্জন, প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়েের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীর সভাপতিত্বে সহকারী শিক্ষক চিত্তরঞ্জন দাস পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, নোওয়াগাঁও অষ্টগ্রাম ফাজিল মাদ্রাসার সভাপতি মিছবাহ উদ্দিন , আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মাষ্টার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার,বেহেলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আলম আকঞ্জী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার। নোওয়াগাঁও অষ্টগ্রাম ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো: নূর উদ্দিন, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতোষ কুমার তালুকদার, সাবেক প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, ভীমখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান রফিকুল ইসলাম, বেহেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতি রঞ্জন পুরকায়স্থ, লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন , শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল খয়ের তালুকদার, লক্ষীপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিছবাহর রহমান, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপালী রানী তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ভীমখালি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং সকল মাধ্যমিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন