২১শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

ভোটার কম, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ , ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবিড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের সরাইল- আশুগঞ্জ
উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে আটটা থেকে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। তবে নির্বাচনের কেন্দ্রগুলো ঘুরে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। এদিকে জাতীয় পার্টি লাঙ্গলের প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের আব্দুল হামিদ ভাসানী। সকালে উচালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে।এই অভিযোগ আমি রিটারিং কর্মকর্তাকে জানিয়েছি। জাতীয় পার্টি আব্দুল হামিদ ভাসানী আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল উপজেলার উচালায়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কোন কোন কেন্দ্র থেকে নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, জানতে চাইলে ভাসানী বলেন, ‘এখন পর্যন্ত সৈয়দ টুলা সরাইল সদর ইউনিয়নের একটি কেন্দ্র থেকে নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অন্য কেন্দ্রে পানিশ্বর ও অরুয়াইল।’ কারা এজেন্টদের বের করে দিয়েছে, জানতে চাইলে তিনি বলেন, আমি রিটারিং কর্মকর্তা কাছে অভিযোগ করেছি।
এদিকে নির্বাচনের দিন ও নিখোঁজ রয়েছেন মোটর গাড়ির স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। নির্বাচনের মোট ১৩২টি কেন্দ্রের মধ্যে ভোটার উপস্থিতি কম বললেই চলে। সরাইল সদর ৭ং সরাইল ইউনিয়ন পরিষদ কেন্দ্রে দুপুর ১ টা পর্যন্ত ১৫৩ ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় ১ হাজার ৯৯৮। এদিকে উচালিয়া পাড়া সরকারি স্কুল কেন্দ্রে ভোটার ৩ হাজার ৬৯৭ জন। সেখানে সকাল১০,৪০ মিনিটের সময় ৫৬ টি ভোট পড়েছে। ব্রাহ্মণবাড়িয়া- ২ সরাইল- আশুগঞ্জে ১৭টি ইউনিয়ন মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৩১৩। উচালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওয়াহিদুর রহমান বলেন, ভোটার উপস্থিতি কম। তবে ভোট সুষ্ঠু হচ্ছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গলের প্রার্থী) এমন অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে আমরা খোঁজ নিয়েছি। অভিযোগের কোন সত্যতা পাইনি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  
আরও পড়ুন