ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছরামপুরে প্রতিপক্ষের হামলায় সাবেক এক ইউপি সদস্য নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ , ৩০ জানুয়ারি ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
স্টাফ রিপোর্টারঃ গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছরামপুরে প্রতিপক্ষের হামলায় সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাঁতুয়াকান্দি গ্রামের এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান।
নিহত অলি মিয়া (৫০) ওই গ্রামের প্রয়াত শহিদ মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে অলি মিয়ার সঙ্গে প্রতিপক্ষের বিরোধ ছিল। এর জেরে রোববার সন্ধ্যায় বাড়ি থেকে কয়েকশ গজ দূরে জমিতে একা পেয়ে অলি মিয়ার উপর হামলা চালায়। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সিরাজুল ইসলাম জানান, প্রতিপক্ষের লোকজন অলিকে টোঁটাবিদ্ধ এবং কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মন্তব্য লিখুন