২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

মাজারমানে’মাজার শব্দটাই অবৈধ বললেন চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ , ২৫ জানুয়ারি ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর বলেছেন, হয়তো সে বলছে মাজার,মাওলানা সাহেবের নামে মাজার মিলাদ মাহফিল হবে ‘ মাজার মানেই অবৈধ’ মাজার শব্দটাই অবৈধ। অবৈধ জায়গায় গান- বাজনা হবে এটাই স্বাভাবিক।আজ(২৫ জানুয়ারি) বুধবার সকালে উপজেলা পরিষদ অফিস রোমে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরাইল থানা অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল. উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, চুন্টা ইউপি চেয়ারম্যান মো.হুমায়ূন কবিরসহ এসময় গণমাধ্যম ও অন্যান্য সদস্য বৃন্দগণ উপস্থিত ছিলেন।উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর বলেন, মাজার অবৈধ,গান- বাজনা ও অবৈধ। অবৈধ জায়গায় গান-বাজনা দুইটাই অবৈধ চলুক। চেয়ারম্যান বলেন তবে, গান বাজনার ফাঁকে জুয়া-মাদকের ছড়াছড়ি হলে এটা হবে দুঃখজনক। এগুলা চলতে দেওয়া যাবে না। যানজটের বিষয় নিয়ে চেয়ারম্যান বলেন, যানজট নিরসনের যে পদক্ষেপ নেওয়া হয়েছে। সকলেই এগিয়ে আসলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকায় থাকলে হবে না বক্তব্যে বললেন উপজেলার পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন