৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

জামালগঞ্জে শেফিল্ড ইউকে’র পক্ষে নগদ অর্থ বিতরণ করেন এমপি এড. শামীমা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ , ২০ জানুয়ারি ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের জামালগঞ্জে শেফিল্ড ইউকের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ফেরদৌসী আলী আমজাদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অর্থ বিতরণ করা হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড. শামীমা আক্তার খানম।
এতে স্কুলের দরিদ্র ছাত্রছাত্রীসহ ইউনিয়নের ৫ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শামীমা বলেন, দেশের হাওরাঞ্চলের জনগণের কল্যানে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি দেশি ও প্রবাসী বিত্তবানরা যদি শেফিল্ড ইউকে ট্রাস্টের মত এগিয়ে আসেন তাহলে সমাজে আর দরিদ্র থাকবে না কেউ। আমরা চাই ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন শেফিল্ড ইউকে ট্রাষ্টের সদস্য আঃ কাদির, কামরুল ইসলাম, নাসির আলম প্রমুখ।
এদিকে অনুষ্ঠান শেষে এমপি শামিমা আক্তার খানম ইউনিয়নের শরিফপুর, ফেনারবাঁক ও সদর ইউনিয়নের কাশিপুর, চাঁনপুর গ্রামের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ জনগনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন