সরাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কবির ঠাকুর আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ , ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে অভিযান চালিয়ে ইয়াবাসহ কবির ঠাকুর (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ২ নভেম্বর রাতে ইয়াবাসহ কবির ঠাকুরকে আটক করে শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।আটক কবির ঠাকুর উপজেলার সদর বড় দেওয়ানপাড়া গ্রামের মৃত আতাবর ঠাকুরের ছেলে।সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো.আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর বড়দেওয়ান পাড়া এলাকায় কবির ঠাকুর বসত বাড়ির টিনের ঘরে শুক্রবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে কবির ঠাকুরকে আটক করে পুলিশ। তার কাছে থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ওসি আরও জানান, আটক কবির ঠাকুরের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন