মেহজাবিন- বাবা” নির্বাচন অফিসে দালাল কি??
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ , ১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সরাইল উপজেলা নির্বাচন কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এখানে জাতীয় পরিচয়পত্র সম্পর্কে যে কোনো কাজ করতে ভোগান্তির সীমা থাকে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। মেহজাবিন বলে, বাবা আজ যা শুনেছি সেবা প্রত্যাশীদের কাছ থেকে। তারা বলে,নিয়ম মানলেই ভোগান্তি পোহাতে হয়। আর দালাল ধরলে অনেক সময় সহজেই কাজ হয়। মেহজাবিন বলে বাবা, অফিসের লোকরা কাজ করে, তাহলে দালাল কি করবে। মারে, সব কাজ অফিসের লোক করে তবে, দালালদের মাধ্যমে আসলে লেনদেন হয়। তারা সরাসরি নেই না, কয়েকজন লোক বলতেছে আমরা টাকা দিলাম এখনো কাজ হয়নি। এমন কথা শুনে আজ বিকালে সরাইল উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন দালালদের কথা স্বীকার করে বলেন,আমি ইউএনও স্যারকে জানিয়েছি,এসব দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে।বিষয়টি নিয়ে পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন