ফুটবল বিশ্বকাপের দুই ফাইনালিস্টের নাম জানালেন অতীতে সব ভবিষ্যৎবাণী মেলানো এই জ্যোতিষী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ , ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ডেস্ক রিপোর্টঃ ইতিমধ্যেই শুরু হয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ। এবারের ফুটবল বিশ্বকাপের আসর বসেছে কাতারে। কাতারের প্রবল গরমের কথা মাথায় রেখে এপ্রিল মে মাসের পরিবর্তে এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে। এবারের বিশ্বকাপ জয়ের লড়াইয়ে নেমেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (CR7), লিওনেল মেসি (Leo Messi), নেইমারের মত তারকারা। আগামী ১৮ ই ডিসেম্বর এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ব্রাজিলীয় জ্যোতিষী অ্যাথোস সালোমির ভবিষ্যৎবাণী অনুযায়ী, এবারের বিশ্বকাপে তার দেশ ব্রাজিলের সেমি ফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই। সেই সঙ্গে জার্মানি, স্পেনের মতো দল গুলিকেও তিনি সেমিফাইনালের দৌড়ে রাখেন নি। অ্যাথোস সালোমির ভবিষ্যৎবাণী অনুযায়ী এবারের বিশ্বকাপের সেমি ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স এবং ইংল্যান্ড এই পাঁচটি দল। ফাইনাল ম্যাচটি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং মেসির আর্জেন্টিনার মধ্যে। দুই ফাইনালিস্টের নাম বললেও কোন দলের হাতে উঠতে চলেছে বিশ্বকাপের ট্রফি সেই ব্যাপারে কিছু বলেননি জ্যোতিষী অ্যাথোস সালোমি।
আপনার মন্তব্য লিখুন