ব্রাহ্মণবাড়িয়া শহরের তিনটি কাজের পুনঃনির্মাণে উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ , ২১ নভেম্বর ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ তিনটি সড়কের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সড়ক তিনটি হচ্ছে মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চু সড়ক, মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট আলী আজম ভ‚ঞা সড়ক ও বীর মুক্তিযোদ্ধা আবদু রউফ (হামদু মিয়া) সড়ক।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী সড়ক তিনটির পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মিসেস নায়ার কবির, পৌরসভার সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূস, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মাহবুবুল বারী চৌধুরী মন্টু,পৌরসভার কাউন্সিলারগন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সড়ক তিনটির পুনঃনির্মাণ কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৯৮ হাজার ৮৩৮ টাকা। পৌরসভার নিজস্ব অর্থায়নে সড়ক তিনটির পুনঃনির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে।
আপনার মন্তব্য লিখুন