ঢাকা- সিলেট মহাসড়কে থ্রি হুইলার বন্ধে পুলিশের অভিযান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ , ১৬ নভেম্বর ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া ঢাকা- সিলেট মহাসড়কে থ্রি হুইলার বন্ধ করতে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ অভিযান পরিচালনা করেছে।হাইওয়ে থানা সুত্রে জানান,বুধবার(১৬নভেম্বর) সকালে শুরু হয়েছে এ বিশেষ অভিযান চলমান থাকবে। এ সময় ৪০টি ইজিবাইক ও সিএনজি আটক করা হয়। প্রসঙ্গত মহাসড়কে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হলো থ্রি হুইলার। তাই মহাসড়কের সরকার তিন চাকার সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করে। সরকারের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে পুলিশ।
থ্রি হুইলার চলাচল বন্ধের বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দ বসু বলেন, দুর্ঘটনা শূন্য মহাসড়ক উপহার দেওয়ার লক্ষ্যে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আজ ৪০টি সিএনজি ইজিবাইক আটক করা হয়েছে।তিনি আরও বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে থ্রী হুইলার গাড়ির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
এদিকে আজ বুধবার দুপুরে সরেজমিনে গেলে,খাঁটিহাতা হাইওয়ে থানার সামনে আটক সিএনজির চালকরা বলেন, সকাল থেকে হাইওয়ে রোডে শত শত সিএনজি গাড়ি চলতেছে। সেই গাড়িগুলো চলতেছে কি করে,কিন্তু কিছু সিএনজি রোডে আসলে আটক করে। চালকরা থানার সামনে দাঁড়িয়ে বলে দেখেন রোড়ে সিএনজি কিভাবে চলতেছে এগুলা “কার”। শুধু আমাদের গাড়ি ধরে?
আপনার মন্তব্য লিখুন