ব্রাহ্মণবাড়িয়ায় টিসিভির মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে পণ্য বিক্রয়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ , ১৪ নভেম্বর ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
এনই আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও সদর উপজেলার নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিভির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে টিসিভির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হওয়ার পর থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যাপক সারা পেয়েছে। নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে পৌরসভা, সদর উপজেলা ইউনিয়নের নির্ধারিত স্থানে টিসিভির পণ্য বিক্রয়ে থাকছে ২ কেজি তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি ভোক্তাকৃত মূল্য ৪০৫ টাকা দামে বিক্রয় হচ্ছে বলে জানান ডিলারগন। ইতিমধ্যে ৪ টি স্থানে ডিলারের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে ৭ দিনের টিসিভির পণ্য বিক্রয়ের কার্যক্রম চলবে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও সদর উপজেলা নির্দিষ্ট ডিলারের মাধ্যমে কার্ডধারীগণ পণ্য কিনতে পারছেন। মোট ১৬৬১৮ জন ফ্যামিলি কার্ডধারীগণ পণ্য কিনতে পারবেন।
আপনার মন্তব্য লিখুন