ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংযোগ দেয়ার নামে জালিয়াতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ , ৪ নভেম্বর ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালিসীমা গ্রামে বৈধ গ্যাস সংযোগ দেয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। শুক্রবার সকালে কালিসীমা মধ্যপাড়া গ্রামে স্থানীয় ইউপি সদস্য আরজু মিয়া মেম্বারের সভাপতিত্বে গ্রামের বিপুল সংখ্যক নারী, পুরুষের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রবাস ফেরত মনির হোসেন, শামীম মিয়া প্রমূখ। এ সময় বক্তারা বলেন, কালিসীমা পূর্বপাড়া গ্রামের এলাই মিয়া ও আব্দুল কাইয়ূম বৈধ গ্যাস সংযোগ দেয়ার কথা বলে ৫৮টি পরিবারের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়। তবে দীর্ঘ দিনেও বৈধ সংযোগ না পেয়ে তারা এলাই মিয়া ও আব্দুল কাইয়ূমের কাছে টাকা ফেরত চায়। এলাই মিয়া ও আব্দুল কাইয়ূম গ্রামবাসীকে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে তাদেরকে নানাভাবে হুমকী দিয়ে আসছে। বক্তারা, তাদের টাকা ফেরত পেতে এবং প্রতারকদের দ্রæত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আপনার মন্তব্য লিখুন