সরাইলে রং মিশ্রিত ২০ কেজি শিং মাছ জব্দ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ , ৩১ অক্টোবর ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর উচালিয়াপাড়া মোড় বাজারে অভিযান চালিয়ে বিষাক্ত রং মিশ্রিত ২০ কেজি শিং মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ৩১ অক্টোবর সকালে সদর উচালিয়াপাড়া মোড়ের বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক মৃদুল। জানা গেছে,আজ সকালে উপজেলার সদর উচালিয়াপাড়া মোড়ের বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বাজারে বিভিন্ন মাছের দোকানে অভিযান চালানো হয়। অভিযানকালে মাছ ব্যবসায়ী শিং মাছের মধ্যে রং মিশ্রিত মাছ বিক্রির অভিযোগ পাওয়া যায়। পরে জব্দকৃত ২০ কেজি মাছ উপজেলা পরিষদ পুকুরে তা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম,উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী মনিরুল ইসলাম।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক মৃদুল বলেন, বাজারে শিং মাছে রং মিশিয়ে বিক্রি করে আসছে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা। এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাছ জব্দ করার পাশাপাশি মাছে কোন প্রকার ক্ষতিকর রং বা কেমিক্যাল মিশানোর বিষয়ে সকল মাছ ব্যবসায়ীকে সাবধান করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন