চেয়ারম্যান নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই : মনিরুজ্জামান মনির
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
এনই আকন্ঞ্জি ,কসবার খাড়েরা ইউপি নির্বাচন জমে উঠেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা ইউপি নির্বাচন। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে কর্মী-অনুসারীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মোঃ মনিরুজ্জামান মনির। রাজপথের পরীক্ষিত ও দক্ষ সৈনিক মনিরুজ্জামান মনির আনারস প্রতীককে তুলে ধরে খাড়েরা ইউনিয়নকে উন্নয়ন ও ডিজিটালাইজেশনে আরও একধাপ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিন-রাত ঘুরছেন ইউনিয়নের ওয়ার্ড থেকে ওয়ার্ডে। প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় ধারাবাহিকভাবে যাতায়াতের মাধ্যমে সেখানকার স্থানীয় সমস্যা অবগত হওয়াসহ বিজয়ী হওয়ার পর অংশীজনদের সাথে নিয়ে এসব সমাধানেরও আশ্বাস দিচ্ছেন মনির। খাড়েরা গ্রামের একক প্রার্থী ঐক্যবদ্ধ গ্রামবাসীকে সাথে নিয়ে পুরো ইউনিয়নের জনগণের ম্যা-েট পেতে দিন-রাত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন মনিরুজ্জামান ও তার অনুসারীরা।
জানা গেছে, কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, ইউপি ছাত্রলীগের সভাপতি, ইউপি যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করা মনিরুজ্জামান মনির বঙ্গবন্ধুর আদর্শের একজন যথার্থ সৈনিক। সারা জীবন নোংরা রাজনীতি এড়িয়ে চলা মনিরুজ্জামান আজ কসবা উপজেলার সর্বজন প্রিয়। কসবা-আখাউড়ার অভিভাবক আইনমন্ত্রী এড. আনিসুল হকের দর্শনে বিশ্বাসী মনির সাংগঠনিকভাবেও একজন প্রিয় ব্যক্তিত্ব। সুখ-দুঃখে সবসময় পাশে ছিলেন দলীয় কর্মী-অনুসারীদের। বিভিন্ন মানবিক গুণে গুণান্বিত মনিরুজ্জামান মনির আজ ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে ইউনিয়নবাসীর সুখ-দুঃখে পাশে দাঁড়াতে চান। একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করা মনির খাড়েরা ইউনিয়নের দেলী গ্রাম থেকে গজারিয়া, ধর্মপুর থেকে মনকাসাইর কিংবা সোনারগাঁও থেকে গোলাসার সর্বত্রই মাঠ চষে বেড়াচ্ছেন ভোটারদের সমর্থনের আশায়। সাধারণ মানুষের সমর্থন, দোয়া ও ভোট পেতে ইউনিয়নের সবগুলো ওয়ার্ডের ভোটারদের কাছে নিজের যোগ্যতা-দক্ষতা ও সততা প্রমাণের জন্য আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানাচ্ছেন।
মনিরুজ্জামান মনির বলেন- আমি ইউপি চেয়ারম্যান নয়, জনগণের সেবক হয়ে দিন-রাত তাঁদের পাশে থেকে কাজ করতে চাই। ইউনিয়নের একজন যোগ্য সন্তান হিসেবে ইউনিয়নবাসী অবশ্যই আমাকে মূল্যায়ন করবেন। তিনি বলেন- নির্বাচনে জয়ী হলে আমি খাড়েরাতেই থাকবো। আমাকে খুঁজতে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা বা অন্য কোথাও যেতে হবে না। এই খাড়েরাতে আমার জন্ম, এখানেই আমার বাস, এই মাটিতেই হবে আমার শেষ সমাধি। মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আমার জীবনকে এগিয়ে নিতে চাই। এজন্য ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে দাঁড়াতে আমি আইনমন্ত্রী মহোদয়ের দোয়া নিয়ে, রাশেদুল কায়সার ভাইয়ের দিক-নির্দেশনা ও অনুপ্রেরণায় চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নের উন্নয়ন ও ডিজিটালাইজেশন একধাপ এগিয়ে যাবে এবং ইউনিয়নের জনগণ প্রকৃত সেবা পাবে।
দিন-রাতের পরিশ্রমে ইতিমধ্যে ভোটারদের আন্তরিক সাড়া মিলছে বলে জানিয়েছেন খাড়েরা গ্রামের মোঃ হাবিবুর ভূইঁয়া। তিনি বলেন- মনিরুজ্জামান মনির এই নির্বাচনে একমাত্র যোগ্য প্রার্থী। মনিরের সাংগঠনিক দক্ষতা বিবেচনায় নিয়ে ভোটাররা সৎ ও পরিচ্ছন্ন এই রাজনীতিবিদকেই ভোট দেবে আমরা আশাবাদী।
খাড়েরা ইউনিয়নকে আরও উন্নত, পরিচ্ছন্ন ও ডিজিটালাইজেশনে একধাপ এগিয়ে নিতে মনিরুজ্জামান মনিরকেই প্রয়োজন- উল্লেখ করে তরুন ভোটার মোমেনুল হক মুন্না ও হাসান রাজু বলেন- এই নির্বাচনে তরুণরা অনেক উৎসাহী। তারা ডিজিটালাইজেশন ও ইউনিয়নের যাতায়াতের রাস্তা-ঘাটগুলোকে প্রাধান্য দিয়ে সৎ, যোগ্য ও প্রকৃত প্রার্থীর আনারস প্রতীককে জয়ী করার আহ্বান জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন