২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

শহীদ শেখ রাসেলের জন্মদিন সরাইলে পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ।মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে-‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে
সরাইল উপজেলা প্রশাসন কর্মসূচি গ্রহণ করেছে।শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে (১৮অক্টোবর) সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেখ রাসেল দিবসে”শিশুদের বিনামুল্য চিকিৎসা প্রদান, আলোচনা সভাও দোয়া মাহফিলের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, বক্তব্য রাখেন, ডা. লিটন কর্মকার, ডা.তাসনোভা শারমিন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, মো. আলমগীর হোসেন, আল আমিন। এসময় উপস্থিত ছিলেন, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।এদিকে শেখ রাসেলের জন্মদিনে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলের নেতৃত্বে শেখ রাসেল দিবসে র‍্যালি অনুষ্টিত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন