সরাইলে মাদক ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে লিখিত অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ , ১৬ অক্টোবর ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া সরাইল অরুয়াইলে ২ জন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেছে মো. মজিবুর রহমান নামের গ্রাম্য সালিশ কারক। সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের হারুন মিয়ার ছেলে মো. মিলন মিয়া ও একই গ্রামের মো.আরাফাত হোসেনের ছেলে মো.হক মিয়ার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে ইউএন ওর বরাবর লিখিত অভিযোগ করেছে গ্রাম্য এক সালিশকারক। রবিবার (১৬ অক্টোবর) তাদের বিরুদ্ধে সরাইল উপজেলা নির্বাহী অফিসারের বরাবর এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. মজিবুর নামে স্থানীয় এক গ্রাম্য শালিশকারক। লিখিত অভিযোগে জানা যায়, অভিযুক্ত মিলন মিয়া ও হক মিয়া (যোগসাজসে)স্থানীয়ভাবে নারী কেলেংকারি, ইয়াবা, ফেনসিডিল, গাজা, মদসহ অবৈধ ব্যবসার সাথে জড়িত। এছাড়া স্কুল-কলেজে আসা-যাওয়ার সময় তারা মেয়েদের নিয়মিত উত্তক্ত করে। বতর্মানে উক্ত রাজাপুরসহ আশেপাশের এলাকা সহ অতিষ্ঠ হয়ে পড়েছে আরোও উল্লেখ করে যে তারা দিনে দুপুরে এলাকার যুবসমাজকে নিয়ে মাদক ও মদের আড্ডা চালিয়ে যাচ্ছে।এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের এ হীন কর্মকান্ডের বিরোধিতা করলে প্রতিবাদকারীদের প্রাণ নাশের হুমকি দেয় তারা। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে এলাকাবাসীকে বিপদমুক্ত করা ও সহযোগিতা দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল বলেন, মাদক ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি, দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
আপনার মন্তব্য লিখুন