শান্তিরক্ষী জসিম উদ্দিনের মৃত্যুতে বাকরুদ্ধ বাবা, আহাজারি করছেন স্ত্রী শারমিন আক্তার।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
স্টাফ রিপোর্টারঃ মধ্য আফ্রিকান শান্তিরক্ষী মিশনে গিয়েছিলেন জসিম উদ্দিন (৩১)।
বাংলাদেশ সেনা বাহিনীর এই সদস্য দায়িত্ব পালনের সময় বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। মা-হারা জসিমের নিহতের সংবাদে বাকরুদ্ধ মুক্তিযোদ্ধা বাবা আব্দুন নূর। ঘরের মেঝেতে বসে আহাজারি করছেন স্ত্রী শারমিন আক্তার।
জসিমের বড় ভাই সহকারী আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার জুলহাস উদ্দিনও মাটিতে লুটিয়ে কাঁদছেন। প্রতিবেশী ও নিকট আত্মীয়রা তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। পরিবারের সদস্যদের আহাজারিতে শোকের পরিবেশ বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে সিলেটের ৬১ বেঙ্গল রেজিমেন্ট থেকে ফোন করে জসিমের ভাই জুলহাসকে নিহতের সংবাদ জানানো হয়। তিনি ১০ বছর ধরে চাকরি করছিলেন। ৯ মাস আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আফ্রিকায় যান। তার ৩ ও ২ বছর বয়সী ২টি ছেলে আছে।
জুলহাস বলেন, ‘আমার ভাইয়ের মরদেহ দ্রুত দেশে আনা হোক। তার পরিবার ও সন্তানদের জন্য সরকারের পক্ষ থেকে কিছু করার দাবি জানাই।’
আপনার মন্তব্য লিখুন