পাচঁটি বছর জেলা পরিষদকে কুড়িয়ে কুড়িয়ে খেয়েছেন,আওয়ামী লীগ প্রার্থী আল মামুন সরকার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)
পাচঁটি বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদকে কুড়িয়ে কুড়িয়ে খেয়েছেন,জেলার উন্নয়ন করবে দূরের কথা,তিনি জেলার কোন উপজেলায় একদিনের জন্য যাননি।পরিষদের সদস্যদের সাথে কোনো সমন্বয় না করে,নিজের মন গড়া মতে প্রজেক্ট দিয়েছেন।
শুধু কি তাই জাতীয় প্রোগ্রাম গুলোতে পাচঁ বছরে কোন দিন যাননি। এই সময় সকলের উদ্দেশ্যে আল মামুন সরকার বলেন, জেলা পরিষদে আনারস মার্কার আপনাদের সমর্থন পেলে,ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উন্নয়ন কর্মীদের মিলন মেলা হবে। গত পাঁচ বছরে জনকল্যাণমূলক কোন কাজে আপনাদের পাশে তিনি আসেননি।আপনাদের সুখে দুঃখে কোন কোনদিনও পাশে ছিল না। আমি আল মামুন সরকার আপনাদের সর্বদায় পাশে ছিলাম এবং সুখে দু:খে পাশে থাকবো। আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আল- মামুন সরকারের ‘ আনারস’ প্রতীক বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বললেন, আনারস প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।রবিবার(২ অক্টোবর) সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও সকল ভোটারদের নিয়ে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে মো. কায়কোবাদও রাব্বির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.মজিবুর রহমান বাবুল,সরাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.নাজমুল হোসেন,আশুগঞ্জ আওয়ামীলীগের আহবায়ক মো.শফিউল্লাহ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. লোকমান হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, আওয়ামীলীগ নেতা এড. জয়নাল উদ্দিন জয়,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম,অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, পাকশিমুল ইউপি চেয়ারম্যান আবু কাউছার, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মিস্টার আলীপ্রমুখ। বক্তারা বলেন-আগামী সংসদ নির্বাচনের আগে জেলা পরিষদ নির্বাচন আমাদের জন্য সংশোধনের একটা সুযোগ। এটা আমাদের অগ্নিপরীক্ষা।ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আল মামুন সরকারের বিজয় নিশ্চিত করতে সকল দিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, তাই দলের স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আপনার মন্তব্য লিখুন