৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

মাদক দমনে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা দরকার-পুলিশ সুপার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি মাদক, জঙ্গীবাদ,সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ দমনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এসব দমনে দিনরাত কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, পুলিশ আপনাদের জানমাল রক্ষায় রাতদিন আপনাদের পাশে রয়েছে ,পুলিশের সহযোগিতা আপনারা সর্বদাই পাবেন। আমরা রাতদিন ঘুমাই না,আপনাদের সেবায় নিয়োজিত থাকি। পুলিশ জনগণের আত্মার আত্মীয় বলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেই।পুলিশ সুপার বলেন, চার-পাঁচ জন মাদক ব্যবসায়ীকে ভয় পাবেন না,আপনাদের সঙ্গে আছে পুলিশ।
সমাজ থেকে সকল অপরাধ মূলক কর্মকান্ড দমনে পুলিশের পাশাপশি জনগণের সহযোগিতা দরকার। শুক্রবার(৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সদর এলাকার বিশ্বরোড় আব্দুর রশীদ সুপার মার্কেট চত্বরে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো.আনিসুর রহমান এ কথাগুলো বলেন। সদর মডেল থানা ও সরাইল থানা বিট এর আয়োজনে সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.এমরানুল ইসলামের সভাপতিত্বে ও সদর থানা পুলিশ পরিদর্শক তদন্ত সোহরাব আল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ- অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন,সরাইল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আনিছুর রহমান, সরাইল থানা অফিসার ইনচার্জ ওসি মো. আসলাম হোসেন, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ বসু, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া, মো. সেলিম খন্দকার, বিশ্বরোড় মোড়ের ব্যবসায়ী আব্দুর রহমান প্রমুখ।সমাবেশে বীরমুক্তিযোদ্ধা, বিটের পুলিশ অফিসার সহ থানার পুলিশ সদস্যগণ, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিগণ, উপজেলা, ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত করেন মোও. মামুন মিয়া

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন