৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে তারুণ্যের প্রতীক জেলা পরিষদ সদস্য  পদপ্রার্থী উত্তম কর্মকার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

মো. তাসলাম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সরাইল উপজেলার সদস্য প্রার্থী, তরুণ সমাজ সেবক ব্যবসায়ী উত্তম কর্মকার। উত্তম কর্মকার উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কৃতি সন্তান ও একজন সফল ব্যবসায়ী। ব্যবসায়ী কর্মকান্ড ব্যস্ত থাকার পরও নির্বাচনী এলাকায় গরীব অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে জনসেবায় অনন্য নজির স্থাপন করেছেন। উপজেলার বিভিন্ন অঙ্গনে তিনি একজন জনবান্ধব জনদরদী হিসেবে সর্বমহলে প্রশংসিতও হয়েছেন। উপজেলার কয়েকটি ইউনিয়নের ভোটারদের সাথে কথা বললে তারাও জানান- উত্তম কর্মকার একজন তৃর্ণমুল এর সবার প্রিয় মানুষ।আর তৃণমূলের একজন ব্যক্তি গ্রামগঞ্জের সাধারণ মানুষের সমস্যা বুঝেন। তারা বলেন- উত্তম একজন নিরহংকারী মানুষ।তার মাঝে কোন অহংকার নাই।যে কোন মানুষ,যেকোন বিপদে আপদে তাকে ডাকলে কাছে পায়,তার মত নিষ্ঠাবান আমরা জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত করবো। উত্তম কর্মকার বলেন, আমি কোনদিন মানুষের অপকার হবে এমন কাজ করিনি। চেষ্ঠা করেছি, সবার অংশগ্রহণ ও সহযোগিতায় পরিচ্ছন্ন সমাজ উপহার দিতে। বড়জনকে সম্মাণ করেছি, ছোটদের আদর স্নেহ দিয়েছি। সবাইকে নিজের মতো করে আপন করার মধ্যদিয়ে বাজারে ব্যবসা করেছি। তিনি আরোও বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে, চেষ্ঠা করবো, সাধ্য মতো এলাকার উন্নয়ন মূলক কাজে অংগ্রহন করতে এবং জনগনের সুখ দুঃখের সারথী হতে। আশাকরি ভোটাররা আমার ত্যাগের মূল্যায়ন করবে। আমাদের প্রতিনিধি দলের অনুসন্ধানে জানা যায় উত্তম কর্মকার একজন পরোপকারী মানুষ এবং দানবীর হিসেবে এলাকায় পরিচিত। এলাকার সাধারণ মানুষ এবং ভোটার গণ আশা করে তরুণ নেতৃত্বের দরকার তাই উত্তম যদি জেলা পরিষদের সদস্য হিসেবে আমরা নির্বাচিত করতে পারি আমাদের এলাকায় ব্যাপক উন্নতি এবং উন্নয়ন সাধিত হবে। এমন প্রত্যাশা ভোটার ও এলাকাবাসী। আশা করি জেলা পরিষদের নির্বাচনে সকলের সহযোগিতায় তালা মার্কার হবে জয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন