সরাইলে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ , ২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়। সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জান্নাত সুলতানা, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) রাজকুমার শীলসহ এই সময় অফিসের কর্মকর্তা অনেকেই উপস্থিত ছিলেন।উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন, নদী ও খাল যারা দখল করেছে তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এলাকার খালও নদী দখলমুক্ত করতে আইনী পদক্ষেপ জরুরী।
আপনার মন্তব্য লিখুন