সরাইলে ৪৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ , ২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র ক’দিন বাকি। এবার উপজেলার ৪৮টি পূজামণ্ডপে হবে উৎসব। সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(২২ সেপ্টেম্বর) এক প্রস্তুতি সভা আয়োজন করা হয়।দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আরিফুল হক মৃদুল, সভায় বক্তব্য দেন- সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, শাহবাজ পুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা বাদল, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম,সরাইল পূজা উদযাপন কমিটির সভাপতি দেবদাস সিংহ রায়ও সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস, কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বণিক। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসময় উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়,এবার উপজেলার ৮ ইউনিয়নে ৪৮টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে সরাইল সদর ৫টি, কালিকচ্ছ-৭টি,অরুয়াইল-৪ টি,শাহবাজ পুর -৭টি, নোয়াগাঁও-৮ টি, শাহজাদাপুর- ১২ টি, চুন্টা- ৩টিএবং পানিশ্বর ইউনিয়নে-২টি পূজা মণ্ডপে তৈরি হচ্ছে প্রতিমা।উপজেলা সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক দায়িত্বে আনসার সদস্য ছাড়াও নিরাপত্তা বাহিনী সতর্ক দৃষ্টি রাখবে। পাশাপাশি মণ্ডপগুলোর নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন এবং প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানোর নির্দেশনা দেওয়া হয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে।
আপনার মন্তব্য লিখুন