প্রথমবারের মতো ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়’এ ছাত্রলীগের কমিটি গঠন, সভাপতি ইব্রাহিম সম্পাদক শিহাব
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ , ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
এনই আকন্ঞ্জি ,প্রথমবারের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়’এ বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠিত হলো। আর এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার সভাপতির দায়িত্ব নিয়ে ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইব্রাহীম আনসারী অপূর্ব। আর সাধারণ সম্পাদক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান শিহাব। গত ০১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি জাহিদ হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট স্বাক্ষরিত একপত্রে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন। কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন- আসফাক হোসেন ও মোঃ আজহার উদ্দিন মিয়াদ। একইভাবে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কিংশুক প্রান্ত ও সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন জাওয়াদ বিন আহম্মেদ।
এক বিবৃতিতে নবগঠিত কমিটির সভাপতি ইব্রাহীম আনসারী অপূর্ব বলেন- শিক্ষা শান্তি প্রগতি- ছাত্রলীগের এই মূলনীতিকে ধারণ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে আগামী দিনে ছাত্রলীগের নতুন নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। তিনি আশা প্রকাশ করে বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী ছাত্রলীগের নেতৃত্বে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ও যথাযথ ভূমিকা পালন করবে।
আপনার মন্তব্য লিখুন