ব্রাহ্মণবাড়িয়ায় নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া ৫ হাজার লিটার তেল সহ আটক ১
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
এনই আকন্ঞ্জি ,নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া পাঁচ হাজার লিটার সয়াবিন তেলের চালান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক বিএনপি নেতা বাড়ি থেকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় শাহীন খান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক শাহীন উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের মৃত গোলাপ খানের ছেলে। সোমবার (২৯ আগস্ট) দুপুরে আখাউড়া থানায় এ ঘটনায় মামলা হয়েছে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, গত ১৭ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তেলভর্তি একটি পিকআপভ্যান চুরি হয়। ওই তেল চুরির মামলায় রূপগঞ্জ থানা পুলিশের একটি দল রোববার রাত ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ধরখার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল হক জুরু মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখানে তল্লাশি করে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত শাহিন খান নামের একজনকে আটক করা হয়েছে। অভিযানে রূপগঞ্জ থানা পুলিশকে সহযোগিতা করে আখাউড়া থানা পুলিশ।
আপনার মন্তব্য লিখুন