২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

কসবায় যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার নিয়ে বিএনপি মহাসচিবের মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ , ৩০ আগস্ট ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

(ব্রা‏হ্মণবাড়িয়া)ভ্রাম্যমান প্রতিনিধি:ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবায় গত রোববার রাতে পুলিশ অভিযানে দুই যুবদল নেতার গ্রেপ্তার নিয়ে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা ও বানোয়াট অসত্য বক্তব্যের প্রতিবাদে আজ সোমবার সন্ধায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ওসমান হারুনুর রশিদ শাহিন ২০২২ সালের মার্চ মাসের কসবা থানার নিয়মিত চাঁদাবাজী মামলার আসামী। ব্যক্তিমালিকানা এক ব্যক্তির জায়গা দখল নিয়ে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজীর মামলা রয়েছে। ওই মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী। তিনি বলেন এটি কোন রাজনৈতিক মামলা নয়। অপরদিকে গ্রেপ্তার হওয়া যুবদল নেতা কামাল উদ্দিন ২০২১ সালের জানুয়ারি মাসে পুলিশের উপর আক্রমনের একটি মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী। এটিও কোন রাজনৈতিক মামলা নয়।
তিনি আরো বলেন, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার ঢাকা বিজয়নগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলছেন রাজনৈতিক হয়রানী করতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আওয়ামীলীগ একটি সস্ত্রাসী দল বলে আখ্যায়িত করেছে। তিনি সংবাদ সম্মেলনে এ ধরনের মিথ্যা ও বানোয়াট অসত্য বক্তব্য দিয়েছেন। কসবা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেছেন, আওয়ামীলীগ সন্ত্রাসী দল নয়, বিএনপিই সন্ত্রাসী দল। তারা কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওমরাহানকে কুপিয়ে খুন করেছে।

সংবাদ সম্মেলনে এডভোকেট রাশেদুল কাউছার সাংবাদিকদের জানান, আওয়ামীলীগ কোন সন্ত্রাসী দল নয় ও দেউলিয়াও নয়। আজ সোমবার (২৯ আগষ্ট) বিজয়নগর বিএনপি কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামীলীগকে নিয়ে যে মিথ্যাচার করে বক্তব্য দিয়েছেন অভিলম্বে প্রতাহারের দাবী জানান।
রোববার রাতে উসমান হারুনুর রশিদ শাহিন ও মো. কামাল উদ্দিনকে তাদের বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার সকালে তাদেরকে ব্রা‏হ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে।
গ্রেপ্তার হওয়া ওসমান হারুনুর রশিদ শাহিন কসবা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। তিনি উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। কামাল উদ্দিন ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, কসবা পৌরসভার সাবেক মেয়র মো. এমরান উদ্দিন, কসবা উপজেলা যুবলীগ সভাপতি এম.এ.আজিজ,কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুস্তম খা, ছাত্রলীগের আহবায়ক মো. আফজাল হোসেন, যুগ্ম আহবায়ক কাজী মানিক প্রমুখ।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2022
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন